[একুশের ও অন্যান্য কবিতা]


________মরীচিকার ভ্রম


==== মিথ বুনে ইতিহাসের পাতা
মাঘেই যে দেয় জানান
একুশ এলো এলো; ফাগুনে ফুলের সুবাস
মিলে শোকের বসন।
পথের ধুলায় পলাশ শিমুল
রক্ত রাঙা বেশ; সেথায় যে মুক্তির বিন্নাশ
মায়ের কথা রক্তে কেনা।


সেই বোলেতে মা যে আমার
শোকের বীণায় বিশ্ব জুড়ে বাজে; মিথ বুনে ইতিহাসের পাতা
নগ্ন পায়ে শোকের মিছিল গুনগুনিয়ে গাওয়া।


======মরীচিকার ভ্রম
আগুনে পুড়ে যায় কতক? নিষিদ্ধ রোদন
পুড়ে পুড়ে কয়লা! সেই কয়লা পুনঃ পুনঃ পুড়ে
বেলা শেষে, রাত শেষে, গয়না সোহাগ
আঁধারে।


তোমার অভিমান সেই পোড়া দহনে, পুড়ে সারা
তাই তো এখন বেশ সচেতন
একাকিনী আপন।
চঞ্চল দ্রোহের এখন আর তেমন টানে না
আঁচলে মুখ চেপে অতীত দেখার পালা
আর সাধে না।


এমনি পুতুল পুতুল অতীত
বার বার ফিরে আসে, তোমার বাসনার আঙিনায়
ক্ষয়ে যাওয়া বাসনার প্রান্তে আঁধার ঘিরে
খিল খিলিয়ে হাসে; মরীচিকার ভ্রম।


১৪২৬/ মাঘ/ শীতকাল।