_____ভাঙ্গনে, বিষাদের মাদকতা


ভাঙ্গনের শুরুতে তো ছিলে, দেখেছ সে কি প্রচণ্ড বিষাদ?
বেদনা, অভিমান বার বার ফুলে ফেঁপে বিকট এক বেলুনে ফুলে উঠলো। যেন আকাশের ছাদ ছুঁয়েছে; আর চেয়ে আছে মেঘের ছল ছল জল যেন ঝর ঝর পড়ার অপেক্ষায়।


এমনি বিষাদের মাদকতায়
সর্ম্পকগুলো সব; চিতায় উঠানোর তাড়ায় প্রলুব্ধ চাক্যস্ ভাঙ্গনের গানে সুখ খুঁজে ফিরে। আর ব্যথার সারে গা মা পা পুতুল নাচের মতো নাচে। এখন যেন ব্যথায় প্রহর গুলো নামে রাতের আঁধার কঙ্কালে যেন শাঁখচুন্নি ভুতের নৃত্য।


ভাঙ্গনে সদর দরজা আজ নড়বড়ে
জানলার কাঁচগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। ইট সুরকি গায়ে ছোপ ছোপ নোনা ধরার আঁধার। বিষাদের মাদকতায় খসে খসে পড়েছ দ্যাখো। চেয়ে দ্যাখো তুমি, তোমার ভাঙ্গন। তোমার যা ইচ্ছা তাই। আজ সম্পর্কগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়, চেয়ে দ্যাখো, চেয়ে দ্যাখো পারাবার মুক্তির মিছিলে শুধুই বিষাদের জয় উল্লাস।


১৪২৮/কার্তিক/হেমন্তকাল।