______বৃত্তে আমি, আমার বসবাস


কি এমন আমি?
আমি তো আমার মতো অন্য কারোর নই?
আব্রু খোলা উন্মুক্ত ত্রিকোণ হয়ে বৃত্তে করি অবগাহন।
বৃত্তে নিত্য লুট হয়ে যাই মিথ্যার জালে, বেচা কেনা পথে পথে।
বৃত্ত হতে বেড় হওয়ার পথ খুঁজে ফিরি।
যাপিত কালের যুদ্ধ অপরিসীম; সিঁদ কেটেছিনু পালাবার
শেষ রক্ষা হল না। তাই বেঁচে নেই;
আমার আমিত্বে আমি।


কি এমন আমি?
তোমাকে পাওয়ার জন্য লড়ি নাই
লড়ি নাই আমার জীবনের জন্য; দেখলুম তোমার জন্য বৃত্ত ভাঙ্গতে
পিছু হটলাম। কাপুরুষের মতো অন্তর্ধান;
বৃত্তে আমি, আমার বসবাস।


১৪২৮/হেমন্তকাল/ কার্তিক