_______অসীম শূন্যতায় সসীম প্রত্যয়


আজ আকাশের বেদিতে
বসে আছে নীল আর শঙ্খচিল।
শঙ্খচিল উড়ে উড়ে ক্লান্ত পৃথিবীর প্রান্তে
সমুখ পানে চেয়ে চেয়ে উড়ে উড়ে বসে পড়ে
চির চেনা নীলের পাঁজরে।


আপ্লুত বদনে;
আদর সমাহার ক্লান্তির অবসাদ গ্রহনে
শূন্যতার হাতে হাত রাখে।
মহাশূন্যের বিপুলতায় বেবস শঙ্খচিল
আধো ঠোঁটে জপে পূর্ণিমা রাতের জোছনা বিভোর।


শূন্যতার  মরীচিকার মোহে, নীল
শঙ্খচিল তা জানে না;
বেবস মোহে পুড়বার স্বাদ যে তার মনে
ফড়িং অনলে ঝাঁপ দেয়ার প্রত্যয় যেন
তার বাসনা কে মোহ প্রাপ্তি র আশ্রয় খুঁজে
তাই তো নীল বেদিতে লীন আজ শঙ্খচিল
অসীম শূন্যতায় সসীম প্রত্যয়।


১৪২৮/আশ্বিন/শরৎ কাল।