-আহত ঐ কড়ই গাছ


পিচঢালা পথে
আহত ঐ কড়ই গাছটা
ডালপালা সব, শরীরের কিছু অংশ
দুমরে মুচরে ভেঙেছে
কালবৈশাখী ঝড়ে;
কয়েক মিনিটেই নগর জুড়ে যেন বিদ্রোহ
জাগানিয়া প্রকৃতির খেলা।


ছেঁড়া আর থেঁতলানো
সবুজ পাতা আর বাকল
পথের কালো পিচে যেন মুর্চ্ছনা
ছুঁয়ে গেছে অবলীলায়;
ছায়া বিথিকা খোলা নীল আকাশে
মেঘেদের আনাগনা
ইটখোলা উনুনের ধূসর কালো ধুঁয়া
উড়ে যায় ঐ মেঘের তরে
উনুন খরা মেঘবালিকার,,,


-বায়ু খরা


নগর জুড়ে বায়ু খরা; নিত্য পুড়ে আমরা পোড়া
উঁচু উঁচু দালান কোঠা; তাই তো একটু গলর্ধ ঘাম
পাতা নরে না কিছুতেই; তেলচিটা ঘামে কুলি মজুর পথিক বটে
অনেকেই তো পার্কে হাঁটে; একটু যদি হাওয়া মিলে
স্বস্থির আশায় কত কি যে? এই শহরে টাকায় মিলে
অথচ বায়ু খরা করতে দূর; মেঘ এলো ঐ উড়ে উড়ে
হেতা সেতা অলি গলি; ঝড় বায়ুতে এলো মেলো


১৪২৫/ বৈশাখ/গ্রীষ্মকাল।