____সমুদ্রে জোছনা


সমুদ্র বালুকা বেলার কথা মনে আছে তোমার;
মর্ম বেদনায় দহনে পোড়া বালুকা কতক সেদিন আঁজলা ভরে নিয়ে
সোনালী আলোয় ছুড়ে ছিলে বারংবার; বড্ড ছেলেমানুষির মতো
সে দিন কি ভেবে ছিলে? তোমার আত্মজা কে ছুঁয়েছে
নিবিড় পরশে।


হু হু বাতাসের
সে কি গর্জন ছিল? আত্মজা চিত্তে নিয়ে ছিলে বুকে তারে
সজ্জন সুধায় বাহুডোরে। কিনি কিনি কঙ্কর বেহায়া সাঁঝে; জোছনা সেদিন
উঠেছিল তরা, সন্ধ্যাতারা মুছে গেল; হাওয়ার মাস্তুলে বে বস বাসনায়
হরণ করেছিল সব শুধুই চিত্তময়তায়।


আজ তাই অস্বস্তি চিত্তে, বিরহ হাওয়া মাদল বাজায়
রৌদ্র পোড়া, বৈশাখ।


১৪২৯/বৈশাখ/গ্রীষ্মকাল।