--- শুদ্ধ দেহে মনের যতন কর


যৌবনের লোভ বড়ই অসাড়!
ডুবেছিনু পথিক; কত কত স্বপ্ন পাখা মেলে?
উড়ে উড়ে বন, বাদার!
চৌহদ্দি পেরিয়ে একদিন স্বপ্ন ডানা মেলা,
কু-ক্ষণে, অসময় করেছি কত হানা জবর দস্ত
সবই যৌবন প্রণয় ক্ষমতা অপার! টলেনি বুক প্রত্যয় গুনে
পথিক ভাবে, যৌবন ঘ্রাণ কত কি যে ঘটে?
ফিরে এসো, এসো ফিরে আধেক যৌবনে বাঁচো।


পথিক পা চালিয়ে দ্যাখে
ঘর, বাড়ি, মাঠ তেপান্তর, হাজারো ক্রোশ!
এদিক,ওদিক,সব দিক চারদিক, অনন্ত ভূঁই, ক্ষেত, জমি!
কার বা কত? রাখে তা যতন করে, বাসনায়, মমতা!
ভূ-লাভের মাতোয়া, দম্ভ, প্রতিপত্তি যুগের ইতিহাস তারই কথা কয়;
লোভে কোপাল পুড়েছে অমানিশায়।


ভূ-লোভে বেচাল সম্মান অহরহ
মানুষ তারে ভাবে অন্য কি কিছু? তার কেমন জনম?
আকাশ চূড়ায় ঠেকেছে তার মাথা, পরে না নুয়ে যথাতথা
সবই তোর মিছে তুচ্ছ করে ভাবো এবার
বেলা যায় রে ডুবে;


পথিকের পথে সাঁঝের ঝিকিমিকি আলপনা আঁকে
লোভে তোর কোপাল পুড়েছে, দেখ এমন সাঁঝে!
সাঁঝ গড়িয়ে আঁধার রাত, পথিক না চিনে পথ
তাথৈ, তাথৈ, বর্ণ বিবর! শুদ্ধ দেহে মনের যতন কর;


১৪২৫/কার্তিক/ শরতকাল।