_______মুগ্ধতা যতটুকু তা পুড়ে যাক


যত সামান্য
একদিন মুগ্ধ করে ছিল, ভাবনার তন্দ্রায় আগুন জেলে
এদিক ওদিক সময় ক্ষয়ে যায়; তবুও তার রেশ না ফুরায়
ঋতু বদলের মায়ায় ফিরেছে তাই।


ভাটির বেলা কদাচিৎ
সে দিন তো ছিল ঝলমলে আবেশ, ফিরে আসার তাবর আমন্ত্রণ
অভিমানের বিষন্ন দেয়াল; ঠেলে দিল চিতায় পুড়বার আহ্বান
হেমন্তের মাখন পোড়া রৌদ্র।
ডাহুক-ডাহুকির কেতাদুরস্ত
সম্মোহনে ঘর বাঁধে নলখাগড়ার ঝাড়ে, বানের জল সরে যাচ্ছে ধেইয়ে
স্বচ্ছ জল হাওয়ায় কেঁপে কেঁপে উঠে; মেঘের চাতালে মেঘ সাজে
স্বপ্ন ডানায় ফড়িং মেলে ডানা।


ফিরেছে খানিক অনাহারে
দিন ফেরানোর পালায় শুদ্ধতা মুছে গেছে, বিপন্ন পথিক পথহারায়
সমাজ সংসারে যতসামন্যই অবশিষ্ট; বৃত্তের বেলুনে বাতাস ফুরায়
মুগ্ধতা যতটুকু তা পুড়ে যাক, পুড়ে খাক।


আজ ১৯ অগ্রহায়ণ ১৪২৯