______ভালোবাসার সর্বনাশ


কালে কালে মহাকাল
যেন বালুয়ারি বায়ু; এই তো সে দিন বয়ে গেল
স্মৃতির উল্কি এঁকে।


তুমি ফিরে আসবে বলে
কথা দিয়ে ছিলে; অষ্ট প্রহর গুনে গুনে
কালের পাহার গড়ে।
এখন তোমায় প্রশ্ন করাই সার
আসবে না আর ফিরে; পালিয়ে গেলে সাত সমুদ্র পাড়
চাঁদের প্রহরগুলো যায় মিছে ক্ষয়ে।


সুবোধ সময় নাই আর বোধে
মৃত্তিকা ক্ষয়ে বাঁচে; কোথায় তুমি রইলে পরে?
বুকে ধরে, ভালোবাসার সর্বনাশ।


__________ভালোবাসা সেই সোনাতন


সব কিছু বাড়ে কমে। ক্ষয়ে যায় নিঃশেষ হয়। ভালোবাসা সেই সোনাতন। সময় খসে পরে। চাঁদের পাহাড় ভাঙ্গে গড়ে। পুরাতন পথ হারিয়ে যায়। নতুন নুতন পথ উঁকি দেয়। কিন্তু ভালোবাসা কি বলে দেখ? ভালোবাসা সেই একই রসে ডুব সাঁতারে ভাসে। সময় ক্ষয়ে যায়। কালে কালের বিবর্তন। তুবও অমরাবতীর প্রেম মুছে না। জলাঙ্গির জলজ ঘ্রাণ।
বুকের পাঁজরে রয় জনমভর চুপটি করে।


____তুমি তো চেয়ে ছিলে


তুমি তো চেয়ে ছিলে
বাসবে না ভালো কোন কালেই?
তার মুন্ডুপাত করতে কি পেরেছিলে?
না কি তারে ছুঁতেই জানপ্রাণ?
জেঁকে বসা আঁধারের মতো আষ্টেপিষ্টে
বাঁধতে চেয়ে ছিলে জনম ধরে।


ক্ষয়ে ক্ষয়ে চাঁদ বাড়ে আবার পূর্ণতার লোভে
প্রিয় ছিল তোমার তুমি যৌবনের স্বপ্নবান।


তোমার তরে তুমি
খসে পরা শূন্য আঁধার
আমলকি বনে
ঝিরঝিরে পাতা ঝরা পৌষ
তুমি চেয়ে ছিলে বলে।


১৪২৪/১৮ পৌষ/শীতকাল।