কোজাগরি ভালোবাসা


মনে আছে সেই কৈশোরে?
দীঘির ভাসান জলে ফোটা পদ্ম; চাইতে আহ্লাদে
দাও না এনে, সে কি আকুতি ছিল তোমার?


কতক  সময় কবিতা চাইতেই?
কখনও দিতে চাইতে না?
ভুলিয়ে দিতে মুচকি হাসির সলতে জ্বেলে
আবার ভয় ও ছিল খানিক; তোমায় যদি শব্দ ভুলায়
যদি ভাণ্ড ফুরিয়ে যায় পাছে!
তবুও তোমার থেকে কত নিব?
শব্দের জোড়াতালি; কবিতা নিতে নিতে
একদিন ফতুর করে দিলাম তোমায়!
তুমি টের পাওনি কখনও
যখন পেলে, তখন সর্বনাশ হয়নি কিছুই
শুধু সময় খামে শূন্যতা ভরে আছে
এক দিন ঐ শূন্য খামে ভরে ছিল অজস্র কবিতা;


সেই কবিতা গুলো এখন আমার মর্গে
প্রত্যহ বিলাপে আমার অভিশাপে বাঁচে
অভিশপ্ত কবিতারা তোমার মুক্তির সনদ
তোমার স্বাধীনতার অভিমান বুনে ছিল
যাতনা বিরহের কোজাগরি ভালোবাসা।


১৪২৫/শরৎকাল/ আশ্বিন