_____বাসনায় বুঝি প্রেম বেচে রয়


কত দিন হবে বলতো?
না কি কাল, মহাকাল? আমারই সাথে রইলে যতনের
মাঘের ওমের মতো অথচ দ্যাখো,
রইলুম পড়ে, অযত্নে আগাছা ঝাড় যেন।


সরীসৃপের খলস এরানো মতো প্রেম সে তুমি
বারং বার নতুন রূপে; বার বার ঋতুর ধোয়ার মতো করে
ঝাপসা আবেশে, প্রেম হয় বিপন্ন।


এবার মুক্তি দাও
মুক্তি চাই আমি; তোমার এমন উর্মিল প্রেম আমি চাই না
কতক বাহানায় না ফেরার বৃত্তে বন্দি যে তুমি?
বাসনায় বুঝি প্রেম বেচে রয়।


১৪২৭/ শীতাকাল/ মাঘ