বায়ু সনে প্রেম


বায়ুরোধি ছিলে না কখনও
বায়ু খেলেছে সুধা সনে মনে রমনে; কখনও শুন্য ঘ্রাণে
নিপার্ট মুক্ত হতে চেয়ে ছিলে! পারোনি
বরং তারই রমনে মিশে গেছো ভাসে গেছো জলের সুখসনে।


কাব্য তারিত যাতনায় বার বার মুর্চ্ছা গেছো আচম্বিতে
বুঝতে পারোনি, বায়ুরোধি ছিলে না কখনও
এলোমেলো হাওয়া কেশ বিন্যাশে দেয় দোলা
এলো মেলো করে দিল নির্দিধায়; দস্তনা ঝালর
উড়িয়ে দেয়, ছুঁয়ে দেয়, হাওয়ার যত খেলায়!


অথচ দেখো এই বায়ু সনে প্রেম হয়নি কখনও
মিশে ছিল,থাকে এখনো আছে
তবুও তার প্রেম নাহি বাঁধে; আষ্টেপিঠে সহচরি সোদা
বাঁচা মরা সহসা, ঘ্রাণে শ্বাসে মর্মে মিশে
তারই প্রেমে জীবন বেড়ে উঠে
তারে ভালোবাসোনি কখনও জীবন চরাচরে।


১৪২৫/ আষাঢ়/ বর্ষাকাল।