স্মৃতিকলা


অনেক দিনতো গেল
দিনভর, চলে গেল; যেতে যেতে অতীত বুনে যায়
পিছনের ফিরে দেখার বাসনা!


পুরানো ঘরটায়,
মৃদু টোকা দেয় কে যেন; আচমকা বোধ হয়
খিরকি খুলে যায়
গচ্ছিত স্মৃতিকলা বলে কথা
সেই স্মৃতিকলায় কত কত শাখা প্রশাখা?
যাতনা কলা, সুখ কলা, বিভ্রম কলা,
কৈশর যৌবণ কলা!
ঘরটায় ঠাসা এত এত সব কলাতন্ত্রে এ
মজ্জাগত সূতীকাগার বলা চলে।


স্মৃতিকলা আমাদের জীবন বৈভব
আত্মার ক্ষণস্থায়ী শরীর যেন।


১৪২৫/জ্যৈষ্ঠ/ গ্রীস্মকাল।