-------ক্ষণজন্মা বৈভব


কোথায় যাবে তুমি?
পা বাড়ালেই পথ। পথের সমুখে পথ
অন্তহীন পথের নিশানায় পথ বয়ে চলে।
বয়ে চলা জলের প্রবাহ নদীর মতো
এঁকে বেঁকে সমুদ্র মোহনায়;
যেন পথের সিদ্ধ আকর।
জীবন পথ, পথের পথ, মরন পথ
একই সূত্রে গাঁথা যেন সুবর্ণ সাঁঝ লালিমা
ক্ষণ কালেই ক্ষয়ে যায়।
খসে পড়া যাতনায় মেইয়ে যায় যে পথ
তাঁকে আন্ধার অসীম শূন্যতায়, মাদকতার পথ;
অসীম কালের সসীম সীমা শেষ বলে কিছু নেই
সেখানে শুধু বিপন্নতা।


পথেই যে অবনী ডুবে যায়;
জোছনা সাথে জেগে উঠে সহসা, ক্ষণজন্মা বৈভব
মৃত্তিকা পথের ধুলায়, বিবর্ণ অসহায়
সুবর্ণ দেহ অনন্তকালের দ্বারে!


১৪২৬/ভাদ্র/ শরতকাল