জননী আমার!


তোমার মায়ার আঁচল
আজ আকাশ জোড়া ধসূর রৌদ্র
হাওয়ার তাপে নিত্য পোড়ায়;
না পাই কোথাও তোমার মমতার
ছায়া তল!


যোজন যোজন ঘুরে ফিরে
মমতা ভরা তোমার মুখ খানি
দেখিতে না পাই সমুখে আমার।
তুমি যে হারিয়ে গেলে
সন্ধ্যার তারা মতো ঐ আকাশের
নক্ষত্র বেলায়।


দিনে রৌদ্রে পোড়া,
তোমার মায়ার আঁচল হারা!
রাতভর নক্ষত্র পাড়ায় হাতরিয়ে মরি
তোমারই মুখখানি দেখিবারে।
যত দূর যায় চোখ; পরতে পরতে
খুঁজে খুঁজে মরি নক্ষত্রের ভাঁজে ভাঁজে
তুমি বিনে ঘুম নাহি আসে
ঢেলে দাও, জননী আমার!
আশ্রয় ছুঁয়ে বেঁচে উঠি বারং বার।


৩১, বৈশাখ/গ্রীষ্মকাল/১৪২৪