---অবোধের স্বপ্ন আশা


চাইতে গেলেই দ্রোহ, বিদ্রোহ
মোল্ল যুদ্ধ ও বটে! সে তো সব ক্ষুধার তরে
জীবন বাঁচে কি সে?
ক্ষুধা, খিদা, যাই বল না কেন?
সময় গুণে চাই পাতে; অল্প কিবা বেশী।
যার যা যতটুকু প্রাপ্য মাপন নিক্তির পটে
কে বা পায় ভরা পেট, কেহ আধপেটা
কেউ অনাহারী; সবই তো যাপিত দিশা।


নিক্তির রসিতে ঝুলে রয়!
অবোধের স্বপ্ন আশা; ক্ষুধায় তাড়িত প্রাণ শরীর
শরীরের খাঁচায় রয়!
প্রাণ, শরীরের দিশা না কি?
ক্ষুধায় ফারাক রয়! না কি প্রাণের অধিক তৃঞ্চা?
ক্ষুধা তৃঞ্চায় বাঁচে বরেণ্য মানব;


ক্ষুধা তৃঞ্চার ব্যপক ফারাক, পৃথিবীর জোড়া
যুগে যুগে এমনি প্রাণ মুছে যায়, অনাহার বিপন্নতায়
শুধাও যারে! দেখে সে তো, অনন্ত সসীমে বসে।


১৪২৫/কার্তিক/হেমন্তকাল।