______না, তা নয়


কালের রাজ্য সময় বড়ই
ক্ষণিকের অহমিকা;
ক্ষণ যাপনেই তৃপ্ত সময়, নিয়েছে জড়িয়ে
অক্টোপাশের মতো করে
ছাড়াবার কাল, কেবলই যবনিকা পাটে!


সময় আর জীবন
কাঁটায় কাঁটায় চলে ক্ষণ জুঁপে জুঁপে
তবে সময় অসীম পারাবার,
সীমানা কই?
কিন্তু জীবন সময় হিসেবে আঁটা
দম ফুরাইলে ঠুস।


তা, হলে জীবনের সাথে আত্মিকতা আছে
সেও কি সময়ের ছকে আঁটা?
ক্ষণ ছকে সময় বৃদ্ধ; না, তা নয়।


_____সোদা বিরহ সুখ


আঁজলা ধরে আছি
দাও শ্রাবণ বাদলের ঝর ঝর ছুঁপ
ঘন কালো মেঘের ঘুর ঘুর মসলা দানায়
আঁধারে ঢেকে যাক, সাঁঝ!


রাতের জোছনা বিলাপ; জেগে উঠুক
বিরহ পদ্য পোনার ঝাঁক
আচমকা বিজলী শিহরণে  জলের দর্পণে
ভেজে উঠুক প্রেম অমিয়;
সোদা বিরহ সুখ।
ডানা ঝাপটায় ভেজা পাখি টা, সিক্ত ডালে
এই বাদলে, একটু বাতাসে
জলের ফোটার শব্দ।


রাতভর বাদলে আকাশটার আঁজলা যেন
আমারই হাতের আঁজলা বুনে বার বার
জলে ভরে উঠে।


১৪২৭/শ্রাবণ/২৯