________নিছক হারিয়ে যায় না


কবিতার সতরঞ্জি রাঙা রং এ তোমাকে ঢেকে রাখি
আজন্মের মতো মৃত্তিকা কর্ষণের প্রলাপ।


সেই প্রলাপ ছুঁয়েছে আজ
আশ্বিনের হাওয়া; কতক আলোর ফুলঝুরি
তোমার মতো করে চেয়ে ছিল নদী কে
সে তো ফিরে আসে
ফিরে যায় জোয়ারে ভাটা।
জোয়ারে ভাটার নিত্য বুননে তোমারই সেই এখন
প্রাণবন্ত উচ্ছ্বল আশ্রয় যুগোল
বার বার কেন জানি তোমাতেই ফিরে আসে?
তোমাতেই ফিরে আসে কতক অভিমান
যা ছিল দুজনের মিশেলে!
দল ছুট পাখির মতো আঁকা বাঁকা পথে; পথ হারিয়ে
সুদূর তেপান্তরে যায় হারিয়ে।


নিছক হারিয়ে যায় না, তবুও ফিরে আসে
ঋতু বদলের মতো করে রং চড়িয়ে যেন আশ্বিনের সাঁঝ
ডাহুক-ডাহুকির আঙিনায় সন্ধ্যাতারা নিভে গেলে
চাঁদের হাট বসে; খুব চেনা জোস্ন্যা বিভাস
নিত্য পোড়ায় তোমাকেও;


১৪২৮/ আশ্বিন/ শরৎ কাল।