--ইলশেগুঁড়ি বৃষ্টি


লবণ জলের রুপালী ইলিশ
মিঠা জলের স্বাদে
ঝাঁকে ঝাঁকে মা ইলিশ আসে
ডিম ছাড়ার  লোভে।


রুপালী ইলিশ পদ্মার ঐ স্বচ্ছ জলে
আসে উজান ঠেলে
শ্রাবণের ইলশেগুঁড়ির বৃষ্টিতে
ইলিশ ধরে জেলে।


পদ্মার ঢেউয়ে জেলের নাও
উতাল পাতাল নাচে
শ্রাবণ বাদলে জেলে-মাঝি
মুক্তার দাঁতে হাসে।


ভুতুসোনা জল রংএ আঁকে
ইলশেগুঁড়ি বৃস্টির জল
আরও আঁকে পদ্মা পাড়ের ছোট্ট গাঁও
সদ্য স্নানে‌ বৌ-ঝির রঙ্গরস।


১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।