______পথের ঠিকানা


পথের বাঁকে মর্মমূলে
ব্যথিত হয় পথিক; সেথায় যে রইছে পড়ে
আজীবনের, ধুলোর মর্মবাণী।


পড়ছে খসে,
যাচ্ছে ক্ষয়ে,
কত কত পথের নিশানা? তাইতে পথিক খুঁজে ফিরে
নতুন, পথের ঠিকানা।


কত শত পথ যে রইল পিছে পথিকের জীবন দশায়?
আসল পথের মর্ম যাতনা অমোঘ নেশায় মাতে
পিছন ফিরে  দেখে পথিক; অতীতের ঢের স্বপ্ন আঁকে
সেথায় কি ছিল কোন পথ? যাতনা ভুলে তারই প্রেম আরাধ্য মাগে।


পথিক সে তো বেবস; পথের নেশায় আরাধ‌্য সাধে
ক্ষয়ে গেছে তাই; খুঁজে খুঁজে ফিরে।


১৪২৭/কার্তিক/হেমন্তকাল