-------এক অবিশ্বাস্য ক্ষণ


সময় আর পথিক পথের দূরত্ব মেপে মেপে
পুঁজিত পায়ের ছাপ আঁকে
ধুলোর অম্বরের আরশিতে ঝলক যেন
কইতর উড়ে যায় পাখার পত পত আওয়াজ তুলে
পথিক আঁড়চোখে তাকায় আকাশ পানে
দিক নিশানায় ঐ পুঞ্জিত মেঘমালা
পথিকের চোখ ছুঁয়ে দেয়;


অনামা কত প্রেম আজ ডোবার জল সিঞ্চনে
মৃত্তিকা সনে সহমরণ দেখে নেয় পথিক
অবন্তিকার অভিমান পথে আজ বিছাইয়াছে
জল ছল ছল অভিশাপের কাজল ভেজা কান্না;


মাঝে মাঝে থমকে যায় পথ
থেমে যায় জীবন; এক অবিশ্বাস্য ক্ষণ
মেলে ধরে অতীত বর্তমানে সর্ব সহা!
পথিকের পথে চলার মতাে
হয় পথিক সময়ের সাথে বাঁধা
না হয় পথেই আগলে দেয় মনন্তরের
পাথেয় সময় আকর;


১৪২৫/ চৈত্র/বসন্তকাল।