---পথিকের প্রলুব্ধ বাসনা!


পথিকের চাওয়া উর্দ্ধ আকাশে
স্বপ্নের পরতে পরতে দ্রোহ বিদ্রোহ জীবন সমীপে
পথে যেতেই মেঘমল্লার বান ডাকে
বালিয়াড়ি পথের ধুলা উড়ে উড়ে; পথ খুঁজে
একদিন ঠিক পিছনের তাকাতেই চারদিক ধুঁ ধুঁ বালু আর বালু
মরুভূমির ধার ঘেঁসে পাহাড় ঢালে মেষ পালক বুনে যায়।


পথিকের প্রলুব্ধ বাসনা!
শুকনা মরুর ঘাসে মেষ দল ঠুকে ঠুকে পাথর চিবয়
মেষ পালকের ঠোঁটে বেজে উঠে ধ্রুপদী লোকগাঁথা; মৌনতা বিলায়
অপরাহ্ণ পেরিয়ে যায় সাঁঝ মলিনতা ছড়িয়ে আঁধার নামে
মরু পাহাড় ধ্রুপদী জোছনা যেন নক্ষত্রের রাজ্য
তারাদের বিলাসী ছোঁয়ায় জোছনার নন্দন রোশনাই বিলায়
পথের কোজাগরি বিদ্রূপে তন্দ্রা ঘুমে
পথিকের চাওয়ায় ভাটা পরে যায়; সিঁথানে পদ শব্দে
পথের মর্ম যাতনা জানান দেয়।


১৪২৫/ অগ্রহায়ণ/হেমন্তকাল।