_______লকডাউন যাপন


কত দিন পর কবিতার কি প্যাডে?
দিলাম হাত;
আর তখনই গ্রীস্মের তাপদাহ স্বর্ণচূড় ফুলে চমকায়
তোমার হাতের ছোঁয়া বিরহের নামান্তর!


ধুঁ ধুঁ রৌদ্রর মরিচীকায় মৃত্যুর অম্লঘ্রাণ
ঘর্মাক্ত বিষ্ঠার বিষন্নতা ছড়িয়ে যায়,,
হাওয়ার শরীর জুড়ে;


সরীস্রিফের শীতনিদ্রার মতো
লকডাউন যাপন।
তোমায় মনে পড়েছিল খানিক রোদ্রপোলাপে
সজুব ঘাসে চিতল হরিণীর
ঘাসে যাবর কাটার মতো করে;
বনুনে নন্দন প্রেম,
মৃত্তিকা গাত্রে খড়িমাটির আঁচর কাটায় সাঁটা আজও
প্রেম, মৃত্যু সহ বসবাসে।


আকাশ পানে চাহি, চাহি বাঁচিবারে
হে পরাক্রমশালী পথের দিশায়!


১৪২৬/২৪/জ্যৈষ্ঠ