শেষ প্রহরে জ্যোত্স্না ডোবা ঘ্রাণ


উলঙ্গ আকাশ
আমার জানলায় এখন কঙ্কাল পথ
চোখ থেমে থাকে; বাঁকা পথের পরে
আর দেখা যায় না কিছু।


অথচ আকাশ অনির্বান
তিন ফিট বাই চার ফিট জানলায়
চোখে চোখে রাখে; কয়েদি পাহারার মতো
যদি ছায়া ফেলে যায় মেঘ।


যে ছায়ায় এখনো প্রেম বীজ বুনে
রাতের পর রাত ঘরমুখো হাওয়া
যন্ত্রণার বিভেদ বুনে; না পাওয়ার ক্ষোভ বুকে
সে তো জীবাশ্ম প্রত্যয়।


জানলার ঘূর্ণি গুলে জ্যোত্স্না ছায়া
রাত্রী জাগে আমার ঘরে
মহুয়া নেশায় স্বপ্নবোনা ঘুম; মাথার মগজে বিকলাঙ্গ স্বস্তি
শেষ প্রহরে জ্যোত্স্না ডোবা ঘ্রাণ।


১৪২১@ ৩ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।