চাওয়া পাওয়ার মধ্যে লুকিয়ে থাকে প্রেম


চাওয়া পাওয়ার মধ্যে লুকিয়ে থাকে প্রেম
ঝড়ো হাওয়ার মত জানান দেয় অপরাহ্ণে
কবিতার দ্রবণে দ্রবীভূত সব নিয়তি সঞ্চালন
যুগে যুগে অসম দহন জ্বলে নিরবে নিভৃতে;
জীবাশ্ম ছাপচিত্রে এঁকে রয় কালের সব নমুনা
আমার তোমার বিছিন্ন বিষয় নয় পৃথিবীর জন্য
শুধু মৃত্তিকা গুলে সব চুষে নেয় গলাধঃকরণ
বয়ে যায় জন্মাবধি বেঁচে থাকার ইতিহাস।


যে কালে মাথার মগজে প্রেম ছিল আরধ্য
প্রেম হয়ে উঠেছিল হিতৈষী আকাঙ্খার বস্তু
জীবন বয়সের স্তরে স্তরে বেড়ে উঠা ছায়ার মতো
প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব যখন দোরগোড়ায় শূন্য।


তখনই আচমকা বি-মোহিত প্রেম নাড়া দেয় অবয়ব যত
প্রেম অপ্রেমে যন্ত্রণায় না না ক্ষত প্রসারণ আপনা আপনি।


১৪২১@৭ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।