স্মৃতির মালবিকা কাহন


স্মৃতির মালবিকা কাহন
অতীত!
অতীত ক্ষরণ মাঝে মাঝে
যথেষ্ট রক্ত ঝরায়;
তুষের আগুনের মতো
চুপি চুপি পুড়ে;
অভিমান যন্ত্রণা ঘন বিদ্রুপ।


আবার এটাও সত্য যে,
অতীত আছে বলেই
জীবন বিচিত্র বৈভবে; তা না হলে
বোধ হয় মনুষ্য জীবন হত না।
কবিতার কাকতালিও রং
নীল আকাশ ছড়াতো না
ছেঁড়া মেঘের ভাসমান ভেলা।


অতীতে তো অতীত!
মিছে কথায় পিছে ফেলে রাখা; বছর ঘুরে
ঋতু বদলের মতো আচমকা নতুন প্রদাহ
তবুও আড়মোড়া ভেঙ্গে জেগে উঠে সময় অসময়ে।


১৪২১@ ৫ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।