আলোর শেষ বুধন যোগ্য অনিবার্য রাতের মৃত্যু


শেষ পর্যন্ত বলতেই হল,
ইশ যদি আর একটু সময় পেতাম
না বুঝে সিদ্ধান্ত নেয়াটা ঠিক হয়নি
ঠিকই সেই সময় বয়ে গেল
অথচ যন্ত্রণার মতো কিছু আক্ষেপ?
মনে ক্ষেত রয়েই গেল।


এ জীবনে হলো না কিছুই?
বয়ে যাওয়া চঞ্চল হাওয়া তবু নিত্য নৈমিত্তিক
গায়ে নতুন স্বাদ বিঁধে; পিঁপড়ের কামড়ের মতো
মনে করিয়ে দেয় সেই নন্দন ঘাসফুলের দোল।


আচমকা আকাশ পানে যে বৈরিতা
আমার সাথে তার জন্ম জন্মান্তরের
তাই বোধ হয় বিকেল মৌনতায়
দীর্ঘ ছায়া ফেলেছে আজ তারই অভিমান
আলোর শেষ বুধন যোগ্য অনিবার্য রাতের মৃত্যু।


১৪২১@৪ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।