আমাকে বাঁচিয়ে রাখি আমি


আমাকে বাঁচিয়ে রাখি আমি
এই যাতনার আবির মাখা,
গ্রহন লাগা; জনবহুল সভ্য সমাজ
যা কি না উত্তর আধুনিক জীবাশ্ম পর্যায়?
যেখানে মুক্তির ঝান্ডা উড়ে
অবিরাম স্বাধীন মুখ খুঁজে খুঁজে
পরিযায়ি পাখির মতো উত্তর থেকে দক্ষিণে
বার বার প্রত্যাবর্তন।


মুক্তি! অধিকার;
বাঁচার সুপেয় জলের মতো
স্বপ্ন বুনে যায় উড়ে ঐ লাল ডানার ফড়িং
আমি বেঁচে থাকি;
আকাশে বিশলতার নীল ধার নিয়ে।


সাঁঝের জমিনে সূর্যের লালিমা যখন বিলি কেটে যায়
আমাকে সাথে নিয়ে রাতের অভিমান ঠায় দাড়িয়ে;
স্বপ্ন গহবরে আমাকে আমি বাঁচিয়ে রাখি নির্লিপ্ত লজ্জায়।


১৪২১@ ১৩ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।