ঢের হয়েছে! পালিয়েছে সময় স্বপ্ন ঘোর


স্বাধীন হওয়া আর স্বাধীন জীবন যাপন
তার নৈতিক অধিকার; বোধ হয় সেই সূত্র গুলে
আজন্ম মেঘের মত স্বাধীন থাকতে চেয়েছে।


অথচ নিয়তি বলে কথা;
সে এখন টিঁয়া পাখির মতো খাঁচায় বন্দি
সে এখন পুষিত পোষ্য যেন; খাঁচার দোর খোলা
তবু বেড় হতে মনে সায় দেয় না
উড়ার স্বপ্ন ভুলেছে সেই কবে; তবু গান গায়
কণ্ঠে শীর্ণতা বাসা বেঁধেছ; সুরের নালীতে চির ধরেছে
তাই বোধ হয় এখন উড়াল ডানার স্বাধীনতা চায়
চায় মুক্তি বাঁচার; সব বন্দির হয়ে মুক্তির গান গায়।


ঢের হয়েছে! পালিয়েছে সময় স্বপ্ন ঘোর
যুগে যুগে বাতলেছে মুক্তির অম্ল ঘন গান
রক্ত ঢেলে জীবন দিয়ে তবেই না মুক্তির মিছিল।


১৪২১@ ২৪ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।