সে তো পুনঃজন্ম স্বপ্ন সুধা অনির্বান বিস্ময়


সময় গরিয়ে,
অপেক্ষার শেষ হয় ঠিকই
কিন্তু সেই আবেগ কোথায়?
সেই একই রকম থাকে; ফিকে হতে হতে
বর্ষার ঘোলা জলে গরিয়ে যায়
কালের স্থিতিস্থাপক ইতিহাসের মতো
অনাদরে জানান দেয়।


সেই চির ধরা গরিয়ে যাওয়া বেলা
রৌদ্র পুড়ে শোধন ধুনা চির চেনা সেই উদাস আকাশ
মেঘের ঘন গহবরে নিমজ্জিত তৃঞ্চায় ডুবে।
আধপেট খাওয়া সেই শঙ্খচিল আকাশ নীলে
মেঘে মেঘে ভিজিয়ে পালক শঙ্কচূড় গ্রীবায়
শূণ্য হাওয়ার নির্মল সুধা পানে সদা ত্রস্ত।


দিগন্তে আজ মেকি সাজ ক্ষনিকের তরে
মেঘেদের দুদণ্ড নেই অবসর; বৃষ্টি মায়া বেঁধেছে বাসা
হাওয়ার কঙ্কাল জুড়ে চুয়ে পরা বিন্দু বিন্দু জলকণা
সে তো পুনঃজন্ম স্বপ্ন সুধা অনির্বান বিস্ময়।


১৪২১@০২ আষাঢ়, বর্ষাকাল।