বার বার এই বর্ষা আসে


আমি তো তোমারই
বৃষ্টি ভেজা জলের চুম্বন
মেঘের ঠোঁট বেয়ে অধীর সুখ জড়ানো
যেন বৃষ্টির ছোঁয়া।


বার বার এই বর্ষা আসে,
মেঘবালিকার আঁচল ঢেকে
তোমাকে আমার; খুনসুঁটি
সুখ বিবর চুপি চুপি দ্যাখে।


চোখে চোখ রেখে,
নিত্য যে মরন হয় তোমাতে আমার
ভালোবাসা না পাওয়ার; সেই বিরহ টুকু
মেঘ বৃষ্টির শুদ্ধ স্নানে শরীর সীৎকার; আবিষ্ট
গ্রহন লাগা চাইবার শেষ চুম্বন।


১৪২১@০৪ আষাঢ়, বর্ষাকাল।