চলমান জীবন বৈচিত্র্য


এমনি করে আমাদের চলমান জীবন বৈচিত্র্য
আবহমান কাল গড়িয়ে গড়িয়ে চলছে সেই কবে হতে!
তার সাথে আমি আমার এ কি আহাম্মকের মত চলা?
জড়বস্তুর সাথে মন বেঁধে অসম্ভব এক শূন্যতাকে আঁকড়ে বাঁচা
একি জীবন সঞ্চালন বলে নাকি বাঁচার জন্য বাঁচা বলে?


আদি লাকড়িতে জ্বালানো পড়ানো হেঁসেল কে যেমন
আধুনিক চুলোয় পরিনত হয়েছে কালের তৎপরতায়।


অসীম শূন্যতা মাখা আকাশ গায়ে কি নির্লজ্জ জড়পদার্থ?
আচমকা শুধু মরীচিকায় আশায় ডুবায়; আরেক নির্লজ্জ মেঘ
সেও এমনি ইচ্ছা মত ভিজায় খেলায় চন্দ্রাবতীর চাঁদ ঢেকে রাখে।


জড়বস্তুর মননে মন কি আষ্টে পৃষ্ঠে বাঁধা?
নদীর মত বোবা জীবন মন শুধু সূত্র ধরে চলে।
সময় ক্ষয়ে ক্ষয়ে জীবন পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
শুধু মুছে না আক্ষরিক দাগ যত জড়বস্তুর
কালে কালে বেঁচে থাকে; স্বমূলে বিচ্ছিন্ন না হওয়া অব্দি।


১৪২১@ ১০ আষাঢ়, বর্ষাকাল।