কথার পিঠে কথা বলা


কত কথার মুক্ত ঝরে দিনে রাতে
সবার সাথে হয় যে কথা
মুক্ত হাওয়ায় সবুজ পাতায়,
কথার পিঠে কথা বলা।


কথা ঠেলে অতীত যায়রে,
কালের কথা আঁকাবাঁকা
সেই যে সব পুরোনো কথা,
স্মৃতির ঝোলা যায়রে বেড়ে।


শোনা যায়রে বৃষ্টির কথা,
আঁকাবাঁকা নদীর ব্যাথা
ঢোলা কলমির ঘোমটা টানা
কথার বাহানায় হাওয়ার ডানা।


১৪২১@ ১৬ আষাঢ়, বর্ষাকাল।