কেমন করে বদলে যায়রে দিন?


কেমন করে বদলে যায়রে দিন?
অমাবশ্যার আঁধার কেটে উঠে নতুন দিন; সূর্য হাসি খেলা
রং তামাশার খেলা; আলো ফুটলেই কত কি যে যায় মিলিয়ে?
আড়ম্বর সব স্মৃতির ঝোলায় জমে।


আকাশ নীল চাঁদ বিনে রাত আঁধার
জোছনা তিরোধানে; দুঃস্বপ্নগুলো সব গুমড়ে কাঁদে
সাক্ষী রাখে হাওয়ার নাচন; সজনে পাতায় নূপুর বাজে
এমনি তালে দিন রাত যাচ্ছে বয়ে।


বৃষ্টি মাখা জোনাক ঘ্রাণ
কি যেন খুঁজে মরে? আমলকির সবুজ ঘাসের গহীন বনে
শঙ্খচিলের কি সে কথা? নক্ষত্রের ঐ মহা শূন্যের গায়
এমনি করে চাওয়া পাওয়ার অহর্নিশি গান।


১৪২১@ ২২ আষাঢ়, বর্ষাকাল।