মন তো বাউল ক্ষ্যাপা প্রাণের বড়ই ঐশ্বর্য


যে মনের নিজের জায়গারই ঠিক নেই,
আবার কথায় বলে; আমার মন ধরে নাই
মন চাচ্ছে না; মন ভাল নেই ঠিক তাই
মন তো এমনি এই আছে তো এই নাই।


ভুতের গল্পের মতো
আঁধার রাতে জুজুবুড়ির ভয়; আঁধার কাটলে সব খোলসা
যেন পৃথিবীতে এমন কিছুই নাই; দিনের আলোর মতো ফকফকা
এমনি সদা আপন মন।


এই মনের আবার নাকি প্রেম হয়?
মনে ধরেছে বলে কথা; নবমীর চাঁদের আলো মতো মোহ
যাকে বলছে সবাই পাগলামো; ক্ষ্যাপা মন এবার প্রেম যাচে
মন তো বাউল ক্ষ্যাপা প্রাণের বড়ই ঐশ্বর্য।


১৪২১@২৩ আষাঢ়, বর্ষাকাল।