মনের বিচিত্র বৈভব প্রাণীকূলের বাঁচার আকর


মাঝে মাঝে ভ্রান্ত মনের বাসনা,
আক্ষেপ করে হা হুতাশ করে; না পাওয়ার যন্ত্রণায় ভুগে
মন তার নিজস্ব শক্তিবলে; বেশ মজার নিজস্ব স্বপ্ন গড়ে
তাকে কি আশার শ্রুতিমধুর বাসনা বলতে পারি?


এই আকাঙ্খার বাসনা,
সবাইকে বেশ পুড়িয়ে মারে; ক্ষুধার মতো যন্ত্রণা বিড়ম্বনা
আবার উল্টাও সীমাহীন লোভ; এর প্রাচুর্যে পুঁজির দাম্ভিকতা
মন থেকে মননের মৃত্যু অনিবার্য।


তাই প্রত্যহ মনের বাসনায়
অযাচিত বিড়ম্বনা; যা থেকে আমাদের মুক্তি কই?
মনের স্বচ্ছতায় স্বপ্নের যে মৃত্যু; বাসনা আশা জাগানিয়া বৈভব
মনের বিচিত্র বৈভব প্রাণীকূলের বাঁচার আকর।


১৪২১@২৮ আষাঢ়, বর্ষাকাল।