ক্ষয়িঞ্চু কালে একি বিড়ম্বনা পদে পদে?


ঘুনে পোকা করছে খেড়ো ক্ষত
কুড়ে কুড়ে খাচ্ছে দিবানিশি; সাড় বাকলে অচ্ছুত যা কিছু
কেউ জানে না? পোড়া বাড়ির পরিচ্ছদ গেছে পুড়ে
ঠোঁটের কোণে জাগাল কৃত্রিম হাসি।


হাস্যরসে গলে মজে
গড়ছে কালের পাহাড়; পাহাড়ে নাইতো সবুজ লতা পাতা
কাঁড়ি কাঁড়ি পাথর ধরে; ইতিহাস বুকে জনম ধরে বাঁচা
নিয়ে গেল ঝড়ে অদ্রাব্য যত ধূলিকণা।


মন সম নক্ষত্র জ্বলে মহাশূণ্যে
কত কালের গাঁথুনি যে তার গায়ে? আলোর রেখায় বর্ণ যায় বলে
চেনা অচেনা যত পথ ঐ যে দূরে; কোন পথে যে সুবর্ণ আলো মিলে?
ক্ষয়িঞ্চু কালে একি বিড়ম্বনা পদে পদে?


১৪২১@ ২৬ আষাঢ়, বর্ষাকাল।