ভোগের নেশায় ত্যাগ ভুলে


ভোগের নেশায় ত্যাগ ভুলে
দেহ মনের সব খানেই;
লোভে নেশার বীজ বুনে
ধানী ফসলের অপেক্ষায়।


ভোগে সম্মোহন যৌবন
আষ্টে পৃষ্ঠে গিঁট বেঁধেছে;
মোহ নামের দরাজ ডেরা
আহাম্মকের সং সাজে।


বছর ঘুরিয়ে বছর যায়রে
নবমীর চাঁদ ডুবে;
এমন তর মোহ জ্বাল
ফাটক ডেরায় আগল আঁটে।


মৃত্যুকালে চেতন ফিরে
সর্বনাশের তীরে দাড়িয়ে;
সেচ্ছায় সদা সঁপে জীবন
লাভের ঝোলায় শূণ্য মিলে।


১৪২১@২৯ আষাঢ়, বর্ষাকাল।