এইতো শ্রাবণ নগর পার্বণে যেন নতুন সাজ


ঝাঁকে ঝাঁকে ধূসর কালো মেঘ
যেন বেড়িয়েছে প্রাত:ভ্রমনে
পয়লা শ্রাবণ ভোরে একপশলা বৃষ্টি;
মেঘের সহস্র জল কোনায় কান্না ভাসে
যেন বিরহী প্রেমিকা!
ছল ছল চোখে চেয়ে আছে
পৃথিবী নামে ভালোবাসা আরধ্য
স্যুপে তার সর্বস্ব নিঃস্ব হওয়ায় মগ্ন।


সেই একপশলা বৃষ্টি ছুঁইয়ে
বারান্দার কার্নিশে চড়ুই জোড়ার চেঁচামেচি
আজ একটু বেশী মনে হয় শ্রাবণ বলে কথা;
শ্রাবণের বিরহী ছায়া যেন পরেছে নগরের পথে ঘাটে
এই ঝির ঝিরে বৃষ্টি নামল;
তীব্র রৌদ্রের চমক মেঘে ঢাকে আবার
এইতো শ্রাবণ নগর পার্বণে যেন নতুন সাজ।


১৪২১@০১ শ্রাবণ, বর্ষাকাল।