যাপিত জীবন


নদীর মতো বয়ে যাওয়া জীবন
দিনের মতো ক্ষয়ে যাওযা জীবন
বায়ুর মতো প্রবাহমান জীবন
সপ্ন দেখার মতো বেঁচে থাকা জীবন।


ঐ যে আকাশ নীলাভ মহাশূণ্যে
নক্ষত্র আলো জ্বলে বিপন্ন বিশালতায়;
মেঘের চাতালে যখন উঁকি দেয় স্বপ্ন বিবর
মেঘ বালিকার নিঃস্ব ভালোবাসায় চেতন ফিরে বিরহ।


যাপিত জীবন,
সেই সনাতন বাসিন্দার ধারক
প্রপিতামহের পরম্পরা;
কালের অক্ষি পটে বুনে ছিল বীজ
পদ্ম বাথান প্রাঞ্জল বুনো দীঘি!
জলে থৈ থৈ ঐশর্য্য অপার প্রেম;
স্মৃতির মনি কটায় ধূসর অম্বর ডাক দিয়ে যায়।


১৪২১@৪ শ্রাবণ, বর্ষাকাল।