শ্রাবণ বাদলে


মনে পরে সেই ঝর ঝার বৃষ্টির গুরু গম্ভীর ডাক
বিশাল সবুজ মাঠের সিঁথানে দাড়িয়ে কৃষক;
মাথায় ঢাউস তালপাতার মাথাল জমির আইল ডুবা জলে
সবুজ ধানের ক্ষেত নিড়ানিতে আগাছায় হাত ভরে।


থৈ থৈ জলের কি যে অমানিশার জাদু?
জলের শীতল পরশে কৃষকের শরীর কাঁপে থর থর;
সিক্ত সাদা ঠোঁটে কথা সরে না তবু মুখে আওরায় বেহুলা লখিন্দর
বিরহ কথক কাহনে স্মৃতির ঝোলা শ্রাবণ জলে সিক্ত হয়।


শ্রাবণ বাদল বলে কথা ঝর ঝর অবিরাম বৃষ্টি
গাও গ্রামের সবুজ চাওনি যেন নির্মল সিক্ততা বাতাস বয়;
পুঁই মাচা ভেঙে পরেছে উনুন চালে চালকুমড়া স্নানে সিক্ত
লাউ ফুলের সাদা দলের সতেজতা কলাবতীর ফুলে বৃষ্টির মৌনতা।


১৪২১@ ৫, শ্রাবণ বর্ষাকাল।