মনকে দুষি করা কি করে হায়?


মনকে দুষি করা কি করে হায়?
লোভ আর ভোগের তাড়নায় চঞ্চল সর্বক্ষণ,
পৃথিবী নামের বাহারি মঞ্চে; কি করে দমনে রাখি তারে?
ও তো চির স্বাধীন! হাওয়ার সাথে চেতন ফিরে।


গ্রহ গ্রহান্তরে কত নক্ষত্র যে জ্বলে?
জানে তা বিধাতা! বিস্ময় অপার
শুকনা অম্বর ভাসা ঘ্রাণে,
বৃষ্টির আলখেল্লা ঝরে; সে তো সৃজনী সম্ভার।


কালের কোঠা এখনও ঢের বাঁকি
যদি মুক্তি চাও মন বাঁধ;
ভোগের অমিয় লোভের রসে মজো না
মন ঘুড়ির নাটাই ছেরনা,
যতই আসুক দমকা হাওয়ার দাপট!


চঞ্চল আবাহনে মেঘ ঝরা বৃষ্টিতে
সতেজতার সবুজ বন হাসবেই,
মন তুই যতই কাতর তৃঞ্চায়
সবুজ নেশা পানে টুটবেই;
গোলক ধাঁধার স্বপ্ন চেতন ফিরবেই।


১৪২১@ ০৬ শ্রাবণ, বর্ষাকাল।