নীল জুড়ে সেই তুমিই ছিলে


প্রতি মুহূর্তে হাঁটছি চেনা অচেনা দুটো পথেই
অচেনা পথে হাঁটলেই সেই পথ নতুন করে চেনা হয়েছে।
অনেক পুরোনো পথে হাটা হয়নি বলে
আবার অচেনা ঠেকেছে; আকাশ পথের ভাবনায় বিষ্ময় পথ
তবুও আমরা আকাশকে চিনি শুধু চেয়ে চেয়ে দেখে।


নীলের অম্বর ঘন ছায়ায় বৈচিত্র্য আঁকে মনে,
তাই বোধ হয় ভুলার নয় ভ্রম ঘুচিয়ে স্বপ্নবোনা বিশালতা।


যে বিষাদের ভাবনায়, নীল জুড়ে সেই তুমিই ছিলে,
আড়ম্বর ঘনঘটায় পথের বিদ্রুপ এরিয়ে; আকুল করা
পথের ধারে আগাছা বেড়ে উঠা ঘাসফুল ছোঁয়ায়
পথের সেই স্নিগ্ধ মৌনতা এঁকেছিল কাকতালীয় বিষ্ময়।


১৪২১@২২ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।