এখন মৃত-জীবাশ্ম


ধ্বংসস্তুপের নিচে চাপা পরে মৃত্যু
ইটসুরকির শরীর ভেজা সদ্য তাজা রক্ত শুকিয়েছে; এখন মৃত-জীবাশ্ম
মনুষ্য উত্তরকালের ইতিহাসে; নাম তালিকাভুক্ত সাম্রাজ্যবাদের
মৃত্যুর বিনিময়ে শেষে নাকি মুক্তি?


ধ্বংসস্তুপ ঘেটে বেড়িয়ে এল
সদ্য মনুষ্য জীবাশ্ম আমার, আমাদের স্বজনের বরেণ্য প্রতিবেশীর
শিশু, কিশোর যুবক যুবতীর; বৃদ্ধ বৃদ্ধা, পথ চারি আগমনীর
সবাই যেন এখন অস্পৃশ্য জড় সম্ভার।


ক্ষয়ে যায় মানুষের আক্ষরিক মূল্যবোধ
মৃত্যু আকড় সর্বনাশের ইতিহাস বার বার লেখা হয়; জীবাশ্ম মিছিলে
চেতন ফিরে না; চোখের ছানিতে নেমে আসে আঁধার
তবু বাঁচার স্বপ্ন বুনে মৃত-জীবাশ্ম আমার।


১৪২১@২২ শ্রাবণ, বর্ষাকাল।