ইতিহাস তার সাক্ষী


ইতিহাস তার সাক্ষী,
যুগে যুগে মানুষ মানুষে যুদ্ধ; প্রথম তো পৃথিবী জয়ের
দ্বিতীয়ত দেশে দেশে; তৃতীয়ত ক্ষমতার প্রতাপ
চর্তুথ ক্ষুধার জন্য বাঁচার অধিকারে।


মানুষ কখনও কখনও হিংস্র পশু হয়ে উঠে
ক্ষমতা ঐশ্বর্যকে টিকিয়ে রাখা, নিমিত্তে উচ্চশিরে বাঁচা
দ্রোহ গুলিয়ে যখন জন্ম নেয়; যুদ্ধের মাতমে সর্বনাশের খেলা
নিরন্ন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ নিঃস্ব হয় নিমেষেই।


এ কেমন অহংকার?
আঁচল পেতে যখন খাবার জুটে না? তখন কি সেই মৌনতা?
প্রতাপ দুর্বিসহ দ্রোহ জেগে উঠে; আসুক মৃত্যু রক্ত ঝরুক প্রতাপের
তবু বোধদয় হয় যদি মনুষত্যের।


১৪২১@২৫ শ্রাবণ, বর্ষাকাল।