জন্মের পরই মুক্তির প্রয়াস


জন্মের পরই মুক্তির প্রয়াস,
সেতো নন্দন পুরাণ
প্রত্যুষেই আলোর মতো
ঝলমোলানো বিকাশমান।


শুভ আহ্লাদ,
স্বপ্নচূড়ায় ভাসতে ভাসতে বিশালকায়
সমুদ্রসম আশার জলরাশি;
ঢেউয়ের সে কি উন্মাদনা?
উচ্ছ্বলে পরা সৈকতে ফিরে দেখা,
ফেনিল ফেনায় যেন শুভ্র মাদকতা।


প্রহর গুলিয়ে গুলিয়ে যখন
তমসার স্বপ্ন ঘোর,
অমানিশার যাদুর কাঠিতে আশ্রয় বুনে
নিত্য সিঁথানে; রাতজুড়ে
স্বপ্ন বিলায় অবান্তর কথকতা।


সময়ের গ্রীবায়,
চেপে বসেছে যেন মালবোঝাই গাধা!
সেখানেও মুক্তি কই?
গরিয়ে সময় অপেক্ষা;
পাগলা হাওয়া ছুঁইয়েছে প্রাণ
দেখবার নাই অবসর।


দিনে দিনে নিঃশেষ হতে থাকে
জন্ম কাহন;
মুক্তির তরে ছুটে বেলা অবলীলায়
প্রসন্ন ক্ষয়ে ক্ষয়ে মুক্তি প্রয়াস
অবন্তির স্নানে শুদ্ধতা খুঁজে ফিরে।


১৪২১@২৬ শ্রাবণ, বর্ষাকাল।