শ্রাবণ জলডুবা কবিতা


শ্রাবণ বাতাস গায়ে বেশ সুশ্রী
বৃষ্টি তার ঝরে পরা গান গায়; মেঘে নিগূঢ় টান
সবুজ ঘাসে তার মাটির মৌনতা
যেন আগল খোলা বায়ু
পথ চলা পথিকের গায়ে বৃষ্টি ফোটা।


সেই বৃষ্টির ফোটা গুলাতে
বেশ মাদকতা ছিল; যেন চঞ্চল উর্বশী!
হাওয়ায় দোল খাওয়া কচি সবুজ ডগা
অপরাহ্ণে তবুও সতেজ ঈর্শ্বনীয়
যেন সদ্য শ্রাবণ জলডুবা কবিতা।


যখন শঙ্খচিলের পালকে
আঁধার করা বৃষ্টি চুয়ে পরে; যেন শ্রাবণ বাসনা
কত শত বছর পরে আঁধার কুঞ্জে রাত্রিযাপন?
শীত্কারে যানান দেয় অহমিকার নীলাকাশ
শ্রাবণ বাদলে জোছনা ডুবা বাসর আজ।


২০১৪@ ২৮ শ্রাবণ, বর্ষাকাল।