আমি কি আমার মতো?


আমি কি আমার মতো?
বোধ হয় ঠিক সব মানুষগুলোর মতো না!
হয়তো পার্থক্য বিষম; পৃথিবী নামের স্বভূমিতে


উচু নিচু বিস্তর বিভেদ
মৌলিক ক্ষেত্রগুলোতে!
কিন্তু দেখো যেখানেই যাও; আসমান চাতাল ঠিক সমতল
দিন রাত্রির বিভেদ কই?


তবু কেন জানি খাপখাওয়াতে পারি না?
জীবন যাপনে; মৌলিক অধিকারে সূক্ষ্ম জটিলতা
দিন দিন চলছেই বেড়ে।


বুকের পাঁজরে যখন কবিতার জটলা
আর তখনই খুব অন্যরকম; সব মানুষ গুলো থেকে
বিভেদে দ্বন্দ্বে ছিটকে পরছি নিত্য।


১৪২১@ ৩০ শ্রাবণ, বর্ষাকাল।