বিবস মনে ছড়িয়ে বাঁচে দ্রোহ


শরীর আর মনের সাথে যুদ্ধ প্রত্যহ
নিজ গৃহে বসবাসে দ্রোহের মতো
মনের অজানতেই যুদ্ধ শুরু
আবার অজান্তেই থেমে যায়।


ক্ষয়িঞ্চু কালে চড়া মূল্যবোধের
সূক্ষ্ম সূক্ষ্ম দ্বন্দ্বের বিস্তার নিত্য প্রতীয়মান;
মাঝে মাঝে হতে হয় বিমূঢ় বিষ্ময় হতবাক!
আঁধার রাতে জোনাক আলোয় পথ চলার মতো


এ যুদ্ধ সব খানেই
পথে ঘাটে মাঠে নিজ গৃহে;
ঘরে বাইরে লোকালয়ে
জন-মানবশূন্য ভুমির প্রস্তর জুড়ে।


শুধু এ যুদ্ধের সাক্ষী হয়ে জেগে থাকে
আসমান জমিন; প্রবাহমান নির্মল বায়ু
সেই দ্বন্দ্ব প্রদাহের আকড় শরীর জুড়ে
বিবস মনে ছড়িয়ে বাঁচে দ্রোহ।


১৪২১@ ১ ভাদ্র, শরৎকাল।