যদি না হয় সময় ক্ষয়ে স্বপ্ন গলে নিঃশেষ?


সময় বদলে অকপটে ঋতুর রুপ পাল্টায়
তেমনি মনের মনি কোঠা!
ছাপ এঁকে রয়; স্মৃতির ভাঁড়ারে।


বার বার ঋতু বদলে
শান দেয়া তরবারি যেন,
ক্ষয়ে যেতে যেতে চকচকে সরব তীক্ষ্ণ হয়।
অথচ সময় ঘন যাতনা
মনের আষ্টেপৃষ্টে,
সেই কবে ছড়িয়েছে তিক্ততা।


সেই এখনও
এত কালেও স্মৃতির সাধ অম্ল
বেশ চকটদার; সেই অম্ল সাধ গিলে
ঘুমিয়ে পরি। চাঁদোয়ায় রাত বিনে, আঁধার ঘরে।
মৌসুমী বৃষ্টি শুকায়ে গেল। অবারিত সাদা মেঘের আকাশ।
ঝাঁক বাঁধিতে বেদনার আঁচল। মেঘের গায় ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়।


চন্দনার ঠোঁট জুড়ে,
বেদনার আকুলতা। মনের ক্ষেদ আঁধার ঢেলে দেয়।
থাক না উঠানে আঁধার সজ্জন?একান্তই নিজের মতো বাঁচুক।
যদি না হয় সময় ক্ষয়ে স্বপ্ন গলে নিঃশেষ?


১৪২১@ ৩ ভাদ্র, শরৎকাল।